EZCC-তে বিজেপির দুর্গাপুজো বিতর্ককে আপাতত দূরে সরিয়ে কেদারনাথে পুজোর “ছুটি” কাটাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

একাধিক ছবি পোস্ট করে দিলীপ ঘোষ লিখছেন, “১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চ পান্ডব দ্বারা প্রতিষ্ঠিত সর্বোচ্চ জ্যোতির্লিঙ্গ তথা হিন্দুদের পবিত্র মন্দির কেদারনাথে লক্ষ লক্ষ দর্শনার্থীর ছুটে আসেন প্রতি বছর। পঞ্চকেদারধামের প্রথম এই ধর্মস্থানে এসে নিজেকে ধন্য মনে করছি।”