Friday, November 14, 2025

ছোট পরিসরেও চাঁদের হাট নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতিতে

Date:

মুম্বইয়ের বিখ্যাত নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। পুজোর কটা দিন একেবারে চাঁদের হাট বসে যায় সেখানে। মুখার্জি পরিবারের সদস্যরা তো আছেনই। পরিবারের বেশির ভাগই সেলিব্রিটি (Celebrity)। সঙ্গে এই পুজোয় হাজির হন বলিউড-টলিউড (Bollywood) ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সুরকার, গায়ক-গায়িকারা। তবে, করোনাকালে গত দুবছর পরিস্থিতিটা একটু আলাদা। গতবছর একেবারেই নমো নমো করে পুজো সারতে হয়েছিল। এবার কলেবর বেড়েছে। তবে পুজো হচ্ছে একেবারেই সদস্যদের মধ্যে। গতবছর পুজোতে আসতে পারেননি কাজল (Kajol)। এবার এসে কাকাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তিনি। গিয়েছিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। সর্বাণী মুখোপাধ্যায়কে (Sarbai Mukherjee) বেশিরভাগ সময় পাওয়া গিয়েছে মণ্ডপে। ছিলেন দেবু মুখোপাধ্যায়, নবনীত নারায়ণ, সুপ্রতিম সরকার। এসেছিলেন কাজলের বোন তানিশা। এসেছিলেন মুখার্জিবাড়ি জামাই আশুতোষ গোয়ারিকর।

ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী। তাঁর গানের অনুষ্ঠান ছিল সন্ধেয়। ছিল বিখ্যাত শিল্পী-পরিচালক-সমাজসেবী সোমু মিত্রর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় 25 বছর ধরে তিনি এই পুজোর সঙ্গে যুক্ত। কুমার শানুর ছেলে জানের অনুষ্ঠান ছিল। অরবিন্দর সিং, সুনীল পল, সম্রাট মুখোপাধ্যায়, নন্দিতা পুরী, রূপালি গঙ্গোপাধ্যায়- সবাই বিভিন্ন সময় হাজির হন এই দুর্গাপুজোর মণ্ডপে। মহাষ্টমীর সন্ধেয় হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নিজের ছবির গান শোনান ঋতুপর্ণা। এক ঝাঁক উঠতি শিল্পী অনুষ্ঠান করেন।

করোনা বিধি মেনে মুম্বইয়ে এবার বেশিরভাগ পুজো হচ্ছে শুধু ক্লাব সদস্যদের উপস্থিতিতেই। শুধুমাত্র কোভিড টিকার দুটি ডোজ পেয়েছেন যাঁরা, তাঁদেরই প্রবেশের অনুমতি রয়েছে। এই বছর নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির প্রতিমার আকারও ছোট। মুকুট-সহ এবারের প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৪ ফুট। এই পুজোতে দুপুরে হাজার মানুষকে ভোগ খাওয়ানোর রীতি রয়েছে। তবে গত দু’বছর কোভিড পরিস্থিতিতে সেই পর্ব বাদ দিতে হয়েছে। এখন শুধু সদস্যরাই নিজেদের মধ্যে পুজোর আনন্দ ভাগ করে নেন।

 

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version