Monday, May 5, 2025

নৃশংস! কৃষক আন্দোলনের মূল মঞ্চের পাশ থেকে উদ্ধার হল এক দলিত শ্রমিকের হাত-পা কাটা ঝুলন্ত দেহ। এই ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়েছে।

শুক্রবার সিঙ্ঘু (Singhu) সীমানায় পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। খুনের পর হাত-পা কেটে ওই ব্যক্তির দেহ পুলিশের ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় বলেই মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির সয়স আনুমানিক ৩৫ বছর। দেহটি লখবীর সিং নামের এক দলিত শ্রমিকের। আজ ভোর পাঁচটা নাগাদ দেহটি প্রথম দেখতে পাওয়া যায়। এরপর কুন্দলি থানা খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জামিন হয়নি আরিয়ানের, ছেলের জন্য দুশ্চিন্তায় বিপর্যস্ত খান পরিবার

পুলিশ জানিয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের পর নিহতের হাত কবজি থেকে কেটে নেওয়া হয়েছে। গোড়ালি থেকে একটি পায়ের পাতাও কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিক ভাবে এই নৃশংস হত্যা কাণ্ডের জন্য নিহং নামের এক শিখ গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে শিখদের নিহং সম্প্রদায়ের বেশ কয়েকজন ওই ব্যক্তিকে মারধর করছে। এমনকী একটি দল ওই যুবকের উপর দাঁড়িয়ে রয়েছে। কেটে নেওয়া হয়েছে হাতের কবজিও। ফলে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে।

এপ্রসঙ্গে কৃষক আন্দোলনের নেতা জগজিৎ সিং দালেওয়াল বলেছেন, ‘‘এই ঘটনার সঙ্গে যুক্ত দু’পক্ষের কেউই সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে যুক্ত নন। তবে কিষান মোর্চা এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। আমরা চাই এই ঘটনার তদন্ত হোক।’’

 

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...
Exit mobile version