Wednesday, August 27, 2025

কার্যকরী সমিতির বৈঠক শুরু হতেই সোনিয়ার ঘোষণা “আমিই পূর্ণ সময়ের সভানেত্রী’

Date:

জল্পনা ছিলই যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণ সময়ের স্থায়ী সভাপতি নিয়ে আলোচনা হবে। কিন্তু শনিবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক শুরু হতেই সোনিয়া গান্ধী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন যে, ‘আমিই পূর্ণ সময়ের সভানেত্রী’। রাহুল গান্ধীর পদত্যাগের পর থেকে দলের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোনিয়া। শনিবার গুরুত্বপূর্ণ কার্যকরী সমিতির বৈঠকে আগামী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সোনিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রীর দায়িত্ব পালনে রাজি। পাশাপাশি তাঁর এই মন্তব্য কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের উদ্দেশে

বিশেষ বার্তা হিসেবেও দেখছেন রাজনৈতিক সমালোচকরা। কারণ পরবর্তী সভাপতিকে হবে তা নিয়ে ইতিমধ্যেই বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে দলাদলি শুরু হয়ে গেছিল। যার প্রভাব পড়ছিল কংগ্রেসের অন্দরমহলে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আজকের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

দলের স্থায়ী সভাপতি নিয়ে নানা জনের নানা মন্তব্য করলেও এত দিন সোনিয়া গান্ধী নিজে একটি মন্তব্য করেনি। শনিবার কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সেই বিক্ষুব্ধ নেতাদের নিশানা করে তিনি বলেন, ‘‘আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?’’

 

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version