Thursday, August 21, 2025

পুঞ্চ রাজৌরি জঙ্গি দমন অভিযানে উদ্ধার আরও চার সেনার দেহ,মৃত বেড়ে ৯

Date:

জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির সংঘর্ষে গতকাল আরও ২ সেনার দেহ উদ্ধার হল। গত বৃহস্পতিবার থেকে এই দুই সেনা নিখোঁজ হয়। এঁদের মধ্যে রয়েছেন এক জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও)। এর জেরে পুঞ্চের ঘটনায় নিরাপত্তাবাহিনীর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জন। অপরদিকে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে আজ পুলওয়ামায় বড় সাফল্য পেয়েছে বাহিনী। সেনার গুলিতে এ দিন সেখানে নিহত হয়েছে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছে লস্কর কমান্ডার উমর মুশতাক খান্ডে।

আরও পড়ুন:বৃষ্টিতে বিপর্যস্ত কেরল , মৃত ১৮ , নিখোঁজ বহু , উদ্ধারে সেনা

১৪ অক্টোবর জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন পুঞ্চ ও রাজৌরি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে স‌ংঘর্ষে প্রথমে নিহত হন জুনিয়র কমিশন্ড অফিসার যশবেন্দ্র সিংহ-সহ পাঁচ সেনা। তার পরেই পুঞ্চ-রাজৌরির বিস্তীর্ণ এলাকা ঘিরে তল্লাশি শুরু করে সেনা। বৃহস্পতিবার ফের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুই সেনা যোগাম্বর সিংহ ও বিক্রম সিংহ নেগী। সেদিন থেকেই  সুবেদার অজয় সিংহ ও নায়েক হরেন্দ্র সিংহ-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গি-দমনে এবং জওয়ানদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের অনবরত অভিযান চালানো হয়। এরপর বহু খোঁজাখুঁজির পর শনিবার তাঁদের দেহ উদ্ধার হয়।ওই এলাকায় এখনও অভিযান চলছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন,সূত্র মারফৎ খবর পেয়ে নিয়ন্ত্রণরেখা টপকে আসা ৪-৫ সশস্ত্র জঙ্গি দমনে তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলি নিকটবর্তী একটি গ্রামে অভিযান চালানো হয়। বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর জখম হন সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং আরও চার জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত ঘোষণা করা হয়। তবে সেনা সূত্রের আশঙ্কা জঙ্গিদের একাধিক দল ওই এলাকায় রয়েছে। তারা আশপাশের উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।  তাই এখনও অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version