Saturday, August 23, 2025

অবশেষে ইস্তফাপত্র জমা দিতে পারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) বাসভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেন বাবুল।

এবার কি ফের লোকসভা ভোটে লড়বেন বাবুল সুপ্রিয়? তাঁর টুইট দেখে তেমনটাই মত অনেকের। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) এদিনের ইস্তফা দেওয়ার কথা জানানোর পাশাপাশি বাবুল লেখেন,”আমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, তা হলে আবার জিতব।’’ যা দেখে রাজনৈতিক মহলের মত আগামী দিনে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জল্পনা উস্কে দিলেন বাবুল।

আরও পড়ুন- বাংলাদেশ ইস্যুতে নীরব কেন মোদি? প্রশ্ন জাগো বাংলায়, কুণাল বললেন বিজেপির শকুনের রাজনীতি

বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে (Tmc) যোগ দেওয়ার পরেই সংসদে ইস্তফা দিতে চেয়েছিলেন বাবুল সুপ্রিয়। দিল্লি গিয়েও ছিলেন। কিন্তু সেই সময় তাঁর ইস্তফা দেওয়া হয়নি।
অবশেষে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার সময় পান বাবুল। মূলত সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্যই বিড়লার কাছে সময় চেয়েছিলেন তিনি। মঙ্গলবার, বেলা সাড়ে ১১টা নাগাদ স্পিকারের বাড়িতে যান বাবুল। সেখানে সাংসদ পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন।

অগাস্টে মোদি মন্ত্রিসভা সম্প্রসারণের সময় কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারান বাবুল সুপ্রিয়। রাজনীতিতে থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তখন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বিড়লার কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাৎ হয়ে ওঠেনি। এদিন সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর সেখানেই উঠে আসছে তাঁর টুইট প্রসঙ্গ।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version