বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিল ইসকন(Iskcon)। এরপরই বাংলাদেশ ইসকনের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার কর্তৃপক্ষ। ২৩ অক্টোবর গোটা বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে ইসকন।

কেন অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে এ প্রসঙ্গে ইসকনের অন্যতম কার্যকর্তা যুধিষ্ঠির গোবিন্দ দাস (Yudhistir Govinda Das) টুইটারে প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, “কেন ইসকন বাংলাদেশের অ্যাকাউন্টটি বন্ধ করা হল, আমার টুইটারের কাছে জানতে চেয়েছি।”

আরও পড়ুন: বৃ্ষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়: খোলা রাস্তার তালিকা, হেল্পলাইন নম্বর চালু করল প্রশাসন

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দিকে দিকে প্রতিবাদ দেখা গিয়েছে। এই ধারাবাহিক ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। লিখিত বিবৃতি জারি করে বাংলাদেশ প্রশাসনের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছে কর্তৃপক্ষ।
