Wednesday, August 27, 2025

প্রিয়াঙ্কার জেদের কাছে ঝুঁকলো যোগীর প্রশাসন, অবশেষে আগ্রা যাওয়ার অনুমতি

Date:

অবশেষে প্রিয়াঙ্কার জেদের কাছে মাথানত করল যোগীর প্রশাসন। পুলিশি হেফাজতে(police custody) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রাতে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হল প্রিয়াঙ্কার গান্ধীকে। যদিও যোগীর প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মোট ৫ জন যেতে পারবেন আগ্ৰাতে। বুধবার সন্ধ্যায় পুলিশের অনুমতি মেলার পর লখনউয়ের পুলিশ লাইন থেকে ছেড়ে দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

বুধবার দুপুরে পুলিশ হেফাজতের মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi)। যদিও মাঝপথেই আটক করা হয় তাঁকে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে লখনউয় পুলিশ লাইনে রাখা হয়। প্রিয়াংকার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু ও কংগ্রেসের চার্জশিট কমিটির অধ্যক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণম।

পথে পুলিশের বাধার মুখে পড়ার পর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেত্রী টুইটারে লেখেন, “কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” পাশাপাশি তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তর প্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?” যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যথাযথ অনুমতিপত্র ছিল না। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে। যদিও দুপুরে আটক করার পর এদিন সন্ধ্যায় আগ্রা যাওয়ার অনুমতি দিলো উত্তর প্রদেশ পুলিশ।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version