Sunday, November 16, 2025

প্রিয়াঙ্কার জেদের কাছে ঝুঁকলো যোগীর প্রশাসন, অবশেষে আগ্রা যাওয়ার অনুমতি

Date:

অবশেষে প্রিয়াঙ্কার জেদের কাছে মাথানত করল যোগীর প্রশাসন। পুলিশি হেফাজতে(police custody) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রাতে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হল প্রিয়াঙ্কার গান্ধীকে। যদিও যোগীর প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মোট ৫ জন যেতে পারবেন আগ্ৰাতে। বুধবার সন্ধ্যায় পুলিশের অনুমতি মেলার পর লখনউয়ের পুলিশ লাইন থেকে ছেড়ে দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

বুধবার দুপুরে পুলিশ হেফাজতের মৃত অরুণ বাল্মিকীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi)। যদিও মাঝপথেই আটক করা হয় তাঁকে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে লখনউয় পুলিশ লাইনে রাখা হয়। প্রিয়াংকার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু ও কংগ্রেসের চার্জশিট কমিটির অধ্যক্ষ আচার্য প্রমোদ কৃষ্ণম।

পথে পুলিশের বাধার মুখে পড়ার পর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেত্রী টুইটারে লেখেন, “কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” পাশাপাশি তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তর প্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?” যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যথাযথ অনুমতিপত্র ছিল না। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে। যদিও দুপুরে আটক করার পর এদিন সন্ধ্যায় আগ্রা যাওয়ার অনুমতি দিলো উত্তর প্রদেশ পুলিশ।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version