Tuesday, November 4, 2025

বিশেষ প্রতিনিধি,ঢাকা

প্রজনন বাড়াতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন।কিন্তু, ইলিশ মাছ ধরা আটকানো যাচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অনেক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে।
নিষেধ অমান্য করে মাছ ধরা অব্যাহত থাকায় ওপার বাংলায় অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। শনিবার, মাদারীপুরে শিবচরে ৩১জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা পদ্মা নদীতে ইলিশ ধরছিল বলে অভিযোগ। বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন- এবার পুরভোটেও “গোল্লা” পাওয়ার আশঙ্কায় ভুগছে CPM
শিবচর উপ জেলার মৎস্য বিভাগের আধিকারিক ফেরদৌস ইবনে রহিম জানান, জেলা প্রশাসনের আধিকারিক, শিবচর উপজেলা মৎস্য দফতর , কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অভিযানে প্রায় ২০ কেজি ইলিশ এবং ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।আসলে এই সময় ইলিশের প্রজননের সময়।তাই এই বিষয়ে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে পুলিশ।

মৎস্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই এই সময় ইলিশ ধরা বন্ধ থাকে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে। ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমগ্র দেশেই ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version