Saturday, May 3, 2025

বিশেষ প্রতিনিধি,ঢাকা

প্রজনন বাড়াতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন।কিন্তু, ইলিশ মাছ ধরা আটকানো যাচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অনেক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে।
নিষেধ অমান্য করে মাছ ধরা অব্যাহত থাকায় ওপার বাংলায় অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। শনিবার, মাদারীপুরে শিবচরে ৩১জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা পদ্মা নদীতে ইলিশ ধরছিল বলে অভিযোগ। বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন- এবার পুরভোটেও “গোল্লা” পাওয়ার আশঙ্কায় ভুগছে CPM
শিবচর উপ জেলার মৎস্য বিভাগের আধিকারিক ফেরদৌস ইবনে রহিম জানান, জেলা প্রশাসনের আধিকারিক, শিবচর উপজেলা মৎস্য দফতর , কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অভিযানে প্রায় ২০ কেজি ইলিশ এবং ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।আসলে এই সময় ইলিশের প্রজননের সময়।তাই এই বিষয়ে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে পুলিশ।

মৎস্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই এই সময় ইলিশ ধরা বন্ধ থাকে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে। ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমগ্র দেশেই ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version