Sunday, August 24, 2025

এবার কি সব্যসাচীর হাত ধরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেত্রী অঞ্জনা বসু?

Date:

ফাঁকা হচ্ছে বঙ্গ বিজেপির(BJP) ঘর। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবেঁধে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক নেতা-নেত্রীরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই বহু নেতারা বিজেপি ত্যাগ করেছেন। সেই দলেই কি এবার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু(Anjana Basu)? সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী দত্তের বাড়িতে প্রতিবছর নিয়ম করে লক্ষ্মীপুজো হয়। সেখানে উপস্থিত থাকেন সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই। এবার লক্ষ্মী আরাধনার মাঝেই গতকাল তৃণমূল নেতা সব্যসাচীর বাড়িতে দেখা যায় বিজেপি নেত্রী অঞ্জনা বসুকে। আর এপরই অঞ্জনার দলবদল নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: মোদি-শাহ নয়, খড়দহে প্রয়াত তৃণমূল নেতার ছবিই ভরসা বিজেপির! দেউলিয়াপনা বলছে তৃণমূল

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কি যোগ দিচ্ছেন অঞ্জনা? এই প্রশ্নের উত্তরে নেত্রী বলেন, “তৃণমূলে যাব কিনা ঈশ্বরই জানেন।” তিনি আরও বলেন, “আমি পুজোতে এসেছি ভালবাসার টানে। কারণ দাদা-বৌদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। সব্যসাচীদাকে ভাইফোঁটা দিই। রাজনৈতিক গন্ধ কেউ পেলে পাবে, সে সম্পর্কে কিছু বলতে পারব না।”

২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। দায়িত্বও পেয়েছিলেন। তবে যোগদানের কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়। ২০২০ সালের মাঝামাঝি শুরু হয়েছিল সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা। অবশেষে চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version