Friday, December 19, 2025

মোদি-শাহ নয়, খড়দহে প্রয়াত তৃণমূল নেতার ছবিই ভরসা বিজেপির! দেউলিয়াপনা বলছে তৃণমূল

Date:

Share post:

বিজেপির দেউলিয়া রাজনীতি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের মুখে প্রত্যাখ্যান করেছে এই বাংলার মানুষ। সেটা বুঝে গিয়েছে গেরুয়া শিবিরও। তাই এ রাজ্যের এক বিজেপি প্রার্থী মোদি-অমিত শাহের পরিবর্তে প্রয়াত তৃণমূল নেতার ছবিকে সুকৌশলে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাইছেন।

হ্যাঁ, এমনই ঘটনা ঘটছে খড়দহ উপনির্বাচনে। যেখানে গেরুয়া শিবিরের প্রার্থী জয় সাহা প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার ছবি ব্যবহার করছেন ভোট প্রচারে। সোশ্যাল মিডিয়ায় ভোট প্রচারে কাজল সিনহার ছবির সঙ্গে নিজের ছবি এবং বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল চিহ্ন ব্যবহার করেছেন জয় সাহা। সেক্ষেত্রে প্রয়াত তৃণমূল নেতার পরিবারের কারও থেকে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী নন্দিতা সিনহা।

বিজেপি প্রার্থীর এমন কাজকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কাজল সিনহার অকাল প্রয়াণে খড়দহ ভোট হচ্ছে। এটা আসলে বিজেপির দেউলিয়া রাজনীতি। এটা কোনও পার্টি নাকি? যাদের নিজেদের কোনও মুখ নেই, যুক্তি নেই, কথা নেই তারাই এমন করে। এর থেকে প্রমাণিত বিজেপি ও তাদের প্রার্থীর কোনও ভোট পাওয়ার যোগ্যতা নেই। ভোটের নামে এদের এই ছেলেখেলা মানুষ মেনে নেবে না।”

কুণাল ঘোষ আরও বলেন, মোদি-অমিত শাহদের মুখ আর কাজে আসছে না। তাঁর কথা, “দলের নেতা-মন্ত্রী-পরিষদীয় নেতাদেরকে বিশ্বাস করেন না বিজেপির প্রার্থীরা। বিজেপি নেতার মুখ দিয়ে প্রচার করলে জামানত জব্দ হবে। সেই জন্য সস্তা রাজনীতি। তাই অকাল প্রয়াত কাজল সিনহার ছবি দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা। যদি দুটি ভোট আসে। কিছুই হবে না গো-হারা হারবে।”

তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য কিংবা সুদীপ রাহা বিজেপি প্রার্থীর এমন কাজের তীব্র নিন্দা করেছেন। প্রত্যেকের বক্তব্য, এই ঘটনা বিজেপির দেউলিয়া রাজনীতির সাক্ষী।

advt 19

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...