Saturday, November 8, 2025

এবার কি সব্যসাচীর হাত ধরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেত্রী অঞ্জনা বসু?

Date:

ফাঁকা হচ্ছে বঙ্গ বিজেপির(BJP) ঘর। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবেঁধে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক নেতা-নেত্রীরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই বহু নেতারা বিজেপি ত্যাগ করেছেন। সেই দলেই কি এবার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু(Anjana Basu)? সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী দত্তের বাড়িতে প্রতিবছর নিয়ম করে লক্ষ্মীপুজো হয়। সেখানে উপস্থিত থাকেন সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই। এবার লক্ষ্মী আরাধনার মাঝেই গতকাল তৃণমূল নেতা সব্যসাচীর বাড়িতে দেখা যায় বিজেপি নেত্রী অঞ্জনা বসুকে। আর এপরই অঞ্জনার দলবদল নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: মোদি-শাহ নয়, খড়দহে প্রয়াত তৃণমূল নেতার ছবিই ভরসা বিজেপির! দেউলিয়াপনা বলছে তৃণমূল

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কি যোগ দিচ্ছেন অঞ্জনা? এই প্রশ্নের উত্তরে নেত্রী বলেন, “তৃণমূলে যাব কিনা ঈশ্বরই জানেন।” তিনি আরও বলেন, “আমি পুজোতে এসেছি ভালবাসার টানে। কারণ দাদা-বৌদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। সব্যসাচীদাকে ভাইফোঁটা দিই। রাজনৈতিক গন্ধ কেউ পেলে পাবে, সে সম্পর্কে কিছু বলতে পারব না।”

২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। দায়িত্বও পেয়েছিলেন। তবে যোগদানের কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়। ২০২০ সালের মাঝামাঝি শুরু হয়েছিল সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা। অবশেষে চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version