Wednesday, November 12, 2025

জল সমস্যা সমাধান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, উপনির্বাচনের গোসাবায় প্রশাসনিক তৎপরতা

Date:

আগামী ৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তার আগে ভোট গ্রহণ ও গণনায় যাতে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকে সতর্ক রাজ্য সরকার।

গোসাবা এলাকায় জলের সমস্যা থেকেই যায়। বিধানসভা ভোটের সময়ও ভোটকর্মী থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা জল সমস্যায় ভুগেছিলেন। আসন্ন উপনির্বাচনে যাতে এই ধরনের কোনও অভিযোগ না ওঠে তার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিল ব্লক প্রশাসন। জানা গিয়েছে, যেসব বুথ থেকে জলের সমস্যা অভিযোগ এসেছিল সেখানে অস্থায়ীভাবে ১০৪টি জলের ট্যাঙ্ক বসানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে পানীয় জলের জন্য আলাদা করে ২০ লিটারের জার দেওয়া হবে।
সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাঠানখালি, শম্ভুনগর, বালি দ্বীপ, ছোট মোল্লাখালি প্রভৃতি জায়গায় পানীয় জলের সমস্যার জন্য প্রায় ৬০টি বুথে এই ৫০০ লিটারের ট্যাঙ্ক বসানো হবে। এই দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দেওয়া হয়েছে। স্থানীয় জলের সংযোগ করা হবে এই ট্যাঙ্কের সঙ্গে। পাশাপাশি প্রতি বুথে ৬-৮টি করে জলের জার দেওয়া হবে। স্থানীয় এজেন্সিকে সেটা সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের তিন-চারদিন আগে থেকে ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ৩৫-৪০টি বুথে সামান্য মেরামতি শুরু করা হয়েছে। ১৬টি বুথে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ব্যবহারের যে র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মেরামতি চলছে। ২০টি বুথে শৌচালয়ের সংস্কার হচ্ছে। বুথে যাতায়াতেরও বেশ কয়েকটি রাস্তা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিও মেরামতির কাজও শুরু হয়েছে।

 

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version