Tuesday, August 26, 2025

জল সমস্যা সমাধান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, উপনির্বাচনের গোসাবায় প্রশাসনিক তৎপরতা

Date:

আগামী ৩০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচন। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তার আগে ভোট গ্রহণ ও গণনায় যাতে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকে সতর্ক রাজ্য সরকার।

গোসাবা এলাকায় জলের সমস্যা থেকেই যায়। বিধানসভা ভোটের সময়ও ভোটকর্মী থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা জল সমস্যায় ভুগেছিলেন। আসন্ন উপনির্বাচনে যাতে এই ধরনের কোনও অভিযোগ না ওঠে তার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিল ব্লক প্রশাসন। জানা গিয়েছে, যেসব বুথ থেকে জলের সমস্যা অভিযোগ এসেছিল সেখানে অস্থায়ীভাবে ১০৪টি জলের ট্যাঙ্ক বসানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে পানীয় জলের জন্য আলাদা করে ২০ লিটারের জার দেওয়া হবে।
সাতজেলিয়া, লাহিড়ীপুর, পাঠানখালি, শম্ভুনগর, বালি দ্বীপ, ছোট মোল্লাখালি প্রভৃতি জায়গায় পানীয় জলের সমস্যার জন্য প্রায় ৬০টি বুথে এই ৫০০ লিটারের ট্যাঙ্ক বসানো হবে। এই দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দেওয়া হয়েছে। স্থানীয় জলের সংযোগ করা হবে এই ট্যাঙ্কের সঙ্গে। পাশাপাশি প্রতি বুথে ৬-৮টি করে জলের জার দেওয়া হবে। স্থানীয় এজেন্সিকে সেটা সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের তিন-চারদিন আগে থেকে ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ৩৫-৪০টি বুথে সামান্য মেরামতি শুরু করা হয়েছে। ১৬টি বুথে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ব্যবহারের যে র‌্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মেরামতি চলছে। ২০টি বুথে শৌচালয়ের সংস্কার হচ্ছে। বুথে যাতায়াতেরও বেশ কয়েকটি রাস্তা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিও মেরামতির কাজও শুরু হয়েছে।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version