Wednesday, May 7, 2025

ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে: সুস্মিতা দেবের উপর হামলার কড়া নিন্দা অভিষেকের

Date:

ত্রিপুরায় তৃণমূলের (Tmc) জন সম্পর্ক অভিযানে হামলা, সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) আক্রমণের কড়া নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ত্রিপুরায় বিরোধীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে বলে অভিযোগ করেন অভিষেক।

শুক্রবার, থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে অভিযান। আস্তাবল বাজার থেকে আমতলি বাজারের কাছে যেতেই তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Twitte) করেন অভিষেক। তিনি লেখেন
“বিপ্লব দেবের জমানায় দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক বিরোধীদের উপর হামলায় নয়া রেকর্ড করছে ত্রিপুরা।
একজন রাজ্যসভার মহিলা সাংসদের উপর আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে।
সময় ঘনীয়ে এসেছে। ত্রিপুরার মানুষ জবাব দেবেন।”

ত্রিপুরায় বারবার তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় গিয়েছিলেন, তখন তাঁর উপর হামলা চালায় বিজেপি। বাঁশ দিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়। এরপরে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা হয়। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল যখন যান, তখন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...
Exit mobile version