Saturday, August 23, 2025

ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে: সুস্মিতা দেবের উপর হামলার কড়া নিন্দা অভিষেকের

Date:

ত্রিপুরায় তৃণমূলের (Tmc) জন সম্পর্ক অভিযানে হামলা, সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) আক্রমণের কড়া নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ত্রিপুরায় বিরোধীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে বলে অভিযোগ করেন অভিষেক।

শুক্রবার, থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে অভিযান। আস্তাবল বাজার থেকে আমতলি বাজারের কাছে যেতেই তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Twitte) করেন অভিষেক। তিনি লেখেন
“বিপ্লব দেবের জমানায় দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক বিরোধীদের উপর হামলায় নয়া রেকর্ড করছে ত্রিপুরা।
একজন রাজ্যসভার মহিলা সাংসদের উপর আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে।
সময় ঘনীয়ে এসেছে। ত্রিপুরার মানুষ জবাব দেবেন।”

ত্রিপুরায় বারবার তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় গিয়েছিলেন, তখন তাঁর উপর হামলা চালায় বিজেপি। বাঁশ দিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়। এরপরে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা হয়। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল যখন যান, তখন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version