Monday, November 10, 2025

ভোট-পরবর্তী হিংসা: CBI তদন্তের বিরুদ্ধে রাজ্যের মামলার শুনানি পিছলো সুপ্রিম কোর্টে

Date:

‘ভোট পরবর্তী হিংসা’ মামলার শুনানি স্থাগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর। ভোট পরবর্তী হিংসার অভিযোগে CBI তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য। ৪ অক্টোবর হয়েছিল এই মামলার শুনানি শেষ হয়।

বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ মামলার শুনানির দিন কেন্দ্রের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না। বিচারপতি জানান, ২২ অক্টোবর শুনানি হবে। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের মিসেলিনিয়াস ডে হওয়ায় এই মামলার শুনানি স্থগিত হয়ে যায়। রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বলের (Kapil Sibbal) আবেদনের ভিত্তিতে ১৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করে ডিভিশন বেঞ্চ।

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করে গেরুয়া শিবির। তবে, সব অভিযোগ নস্যাৎ করে শাসকদল। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী আচরণ বিধি লাগু থেকে তাঁর শপথগ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা ছিল নির্বাচন কমিশনের হাতে। মামলা গড়ায় হাইকোর্টে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত সিবিআইকে করার হাইকোর্ট নির্দেশ দেয়। এই নির্দেশ মতো CBI তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার শুনানিই পিছলো।

 

Related articles

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...
Exit mobile version