Friday, November 7, 2025

পরপর ৩ দিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও

Date:

পরপর ৩ দিন ফের ঊর্ধ্বগতি জ্বালানির মূল্য। আজ আরও মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ৪৪ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭৩ পয়সা।

আরও পড়ুন:খড়দহ উপনির্বাচন: পোস্টাল ব্যালট নয়, বয়স্ক-অক্ষমরা বুথে গিয়ই মমতার দলকে সমর্থন করবেন

বাংলায় যখন ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই , তখন গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা-সহ একডজন রাজ্যে সেঞ্চুরি পেরিয়েছে ডিজেল।  প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে বেড়েছে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা বেড়েছে।

কেরলে ডিজেলের দাম একশোর গণ্ডী পার করার পরই কংগ্রেস-সহ অন্যান্য বিররোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কিন্তু লাভ হয়নি। এরাজ্যে নিত্যদিন তৃণমূলের পক্ষ থেকে বেলাগাম পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে। কিন্তু তাতেও কেন্দ্রের পক্ষ থেকে কোনও আশ্বাস মেলেনি।

অতিমারী পর্বে যখন পকেট টান তখন লাগাতার পেট্রোপণ্যার দামবৃদ্ধির জেরে সব্জীর দামও আকাশছোঁয়া। টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। সবমিলিয়ে রুটিন মেনে জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তর মাথায় হাত। সংসার চলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। কবে এর থেকে মুক্তি মিলবে সে প্রশ্নের উত্তর এখনও অধরা।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version