Thursday, November 13, 2025

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) হস্তক্ষেপেও জট কাটল না আরজিকর হাসপাতালের (RGKar Hospital)। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি  রবীন্দ্রনাথ সামন্তর অবকাশকালীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জুনিয়র চিকিৎসকরা আগে অনশন প্রত্যাহার করুক। দ্রুত কাজে যোগ দিক। কিন্তু জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা আদালতের এই নির্দেশ মানতে রাজি নন । আরজিকর হাসপাতালের জট কাটাতে শনিবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। সোমবার ছিল তার প্রথম শুনানি। আরজিকর হাসপাতালে জট কাটাতে স্বাস্থ্যসচিবকে আগামী ২৯ অক্টোবর উচ্চপর্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

 

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা(Junior Doctors and Interns) । এ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিতে । তার প্রভাব পড়েছে হাসপাতালের পরিষেবার উপরেও । এই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আরজিকর মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটাতে গত শনিবার হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন নন্দলাল তিওয়ারি নামে এক ব্যক্তি। অক্টোবরের গোড়া থেকে জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত জুনিয়র ডাক্তারদের অনশন তুলে চিকিৎসা পরিষেবা ফেরাতে উচ্চ আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়ে তিনি মামলা করেন। সোমবার হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতিরা অনশন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেন ।

 

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version