Thursday, August 28, 2025

আরিয়ান কাণ্ডে (Aryan Khan Drug Case) যারপরনাই চমক তৈরি হয়েছে । মাদক কান্ডের অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের (NCB Officer Sameer Wangkhere) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। শাহরুখ-পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে সমীর নাকি ২৫ কোটি টাকা দাবি করেছেন। এই ঘটনার অভিযোগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ।

আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য সমীর ওয়াংখেড়ের পক্ষ থেকে মোটা টাকা ঘুষ দেওয়া তাঁকে। রবিবার এমনই দাবি করেছিলেন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল। তিনি জানিয়েছেন, ক্রুজে তল্লাশি চালানোর দিন এনসিবি তাঁকে দিয়ে ১০ পাতার একটি ফাঁকা

ফাইলে সই করিয়ে নিয়েছিল। তাঁর আরও দাবি, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যের বিনিময়ে বিপুল পরিমাণ টাকার প্রস্তাব এসেছিল সমীরের তরফে। সোমবার মুম্বইয়ের পুলিশ কমিশনরের দফতরে পৌঁছেছিলেন প্রভাকর। অন্যদিকে অফিসার সমীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন আরিয়ান খানকে গ্রেফতারের নেপথ্যে থাকা এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র এই কর্তাকে নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে শাহরুখ-পুত্রের বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়ের চেষ্টা করেছেন সমীরা। আশঙ্কায় সুরক্ষা চাইতে গত রবিবার মুম্বই পুলিশ কমিশনরের দ্বারস্থ হয়েছেন সমীরও।

সমীর লিখিত বয়ানে জানিয়েছেন, “আমার পরিবার, বোন, এমনকী মৃত মাকেও নিশানা করা হচ্ছে”, মাদক মামলার বিশেষ আদালতে বিচারককে এমনই বলেছেন সমীর। তিনি বলেছেন, “যে কোনও ধরনের তল্লাশির জন্য আমি রাজি। ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ কখনও ওঠেনি।”

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version