Friday, August 22, 2025

দলের ভরাডুবির দায় চাপাতে ফের বেলাগাম তথাগত, কৈলাসের সঙ্গে সারমেয়র ছবি পোস্ট!

Date:

বিধানসভায় দলের ভরাডুবির দায় চাপাতে ফের অশালীন মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বাংলায় বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রবিবার বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) বলেন, ”ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি মাতামাতি হয়েছিল। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরানো নেতা-কর্মীরা। আসলে কৌশল যে ভুল হয়েছিল।” এবার অনুপমের বক্তব্যকে সমর্থন করতে গিয়ে অভিনেত্রীদের ‘অপমান’ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

 

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তথাগত লেখেন,

“তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরোনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি।-বিজেপির কেন্দ্রীয় সচিব অনুপম হাজরা। বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য।” এরপরেই তথাগত লেখেন,

“এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”

 

 

 

দলের সিদ্ধান্তকে সমালোচনা করতে গিয়ে তথাগত রায় নিজেরই দলের প্রার্থীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন। তবে এই প্রথম নয়, যখন চিত্রতারকাদের টিকিট দিয়েছিল গেরুয়া শিবির তখনও এই ধরনের মন্তব্য করেছিলেন তথাগত। তা নিয়ে দলের মধ্যেই সমালোচনা হয়। তা সত্ত্বেও তথাগত আছেন তথাগততেই। অশালীন মন্তব্য করে শুধু নিজের দলের সমালোচনা নয়, বাংলার অভিনেত্রীদেরও তথাগত অপমান করেছেন বলে সমালোচনা করেছেন নেটিজেনরা।

 

তবে এখানেই শেষ নয়, নিজের দলের নেতার মুখের সঙ্গে একটি সারমেয়র ছবি দিয়েও পোস্ট করেন তথাগত। মোবাইল নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞাপন- যেখানে একটি পাগ জাতীয় সারমেয় কখনোই তার প্রভুকে ছাড়ে না, সেই পাগটির ছবি পোস্ট করেন তথাগত। পাশে ছবি দেন বিজেপি (Bjp) নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijaybargiya)। এবং ফটো ক্যাপশন এ লেখেন “ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে।”

 

বিধানসভা ভোটের পর থেকেই তথাগতর নিশানায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ। দলবদলুদের বিজেপিতে আনার জন্য এই চারজনকেই বরাবর কাঠগড়ায় তুলেছেন তিনি। এদিন ফের দলবদলুদের নিশানা করে টুইটের পর কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করে এই বিষয় নিয়ে তাঁকেই নিশানা করলেন তথাগত।

 

এর আগে দলীয় প্রার্থীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের পরেও দলটাকে খুব একটা সতর্ক করেছিল বলে মনে করে না রাজনৈতিক মহল। তবে, এদিন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কী বার্তা দেন সেটাই দেখার।

 

 

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version