Tuesday, May 20, 2025

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের নায়িকা পরীমণি। জামিনে ছাড়াও পেয়েছেন তিনি। কিন্তু, ওই ঘটনা নিয়ে বির্তক পিছু ছাড়ছে না। কেন তাঁকে জামিন না দিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয় তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারকদের থেকে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ হাইকোর্ট। ঢাকার মেট্রোপলিটন আদলতের বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে হাইকোর্টের বেঞ্চ।এইজন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রবিবার, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বেঞ্চ।

গত ৪ অগাস্ট মাদককাণ্ডে পরীমণিকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার জামিনের জন্য একাধিকবার আবেদন করা হলেও ঢাকার মেট্রোপলিটন আদালত তা মঞ্জুর করেনি। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। পরে, ৩১ অগস্ট জামিনে ছাড়া পান পরীমণি। হাইকোর্টের ওই শুনানিতে তাঁকে দফায় দফায় রিমান্ড নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন- বড়সড় বিপর্যয়ের আশঙ্কা! উত্তর মেরুর শেষ বরফেও ফাটল
কেন পরীমণিকে দ্বিতীয় এবং তৃতীয় দফার জামিন না দিয়ে রিমান্ড মঞ্জুর করা হয় তা নিয়ে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ব্যাখ্যা চাওয়া হয়। এই নিয়ে রবিবার শুনানি ছিল হাইকোর্টে। এই দুই বিচারকের আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল এই জন্য এক সপ্তাহ সময় চান। তাঁর এই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্টের বেঞ্চ। এর আগে গত মাসের ২৯ তারিখে হাইকোর্ট জানিয়েছিল ২৪ অক্টোবরের মধ্যেই দুই বিচারককে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগেও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরীমণিকে দুদিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় একদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। তাঁকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুদিন ও তৃতীয় দফায় একদিন সহ মোট সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা তাদের ব্যাখ্যা হাইকোর্টে জমা দেন।গত ১৫ সেপ্টেম্বরের ওই ব্যাখায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। তাঁদের আবার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version