Thursday, August 21, 2025

উত্তরকন্যায় আজ ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গের পাশে থেকেছেন সবসময়। এবারও বৃষ্টিপাতের কারণে পাহাড়-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবিবার বিকেলে বাঘাযতীন পার্ক ময়দানে পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় উঠেছেন তিনি। সোমবার সকালে এখান থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে আশাবাদী পাহাড়বাসী।

আরও পড়ুন:দিনহাটায় অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে, চলছে শেষ পর্যায়ের কাজ

সোমবার উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পাহাড়ের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতি হয়েছে। সেই বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে। একইভাবে আলিপুরদুয়ার জেলার উন্নয়ন ও একাধিক প্রকল্পের কাজ নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে জলপাইগুড়ি জেলার জেলাশাসক শিল্পী গৌরী সারিয়া জানিয়েছেন, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উন্নয়ন-সহ একাধিক প্রকল্পের বিষয়ে আলোচনা হবে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।  উত্তরকন্যা থেকে এই দুই জেলা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে থাকবেন জেলার বিভিন্ন দফতরের আধিকারিক, সমস্ত ব্লকের বিডিও এবং বিভিন্ন থানার ওসি, আইসি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার চা-বাগানের নানা প্রকল্প ও সমস্যার বিষয়ে আলোচনা হতে পারে। দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রচার সেরে শিলিগুড়িতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী জানিয়েছেন, সোমবার বেলা আড়াইটে নাগাদ উত্তরকন্যায় প্রবেশ করবেন অভিষেক। বিকেল পাঁচটা নাগাদ উত্তরকন্যা থেকে বেরিয়ে সাড়ে পাঁচটায় কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।
advt 19

spot_img

Related articles

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...