Wednesday, November 12, 2025

মমতার উপস্থিতিতে যোগদান উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার, শীঘ্রই বারাণসী সফরে তৃণমূল সুপ্রিমো

Date:

ত্রিপুরা- গোয়ার পর এবার উত্তরপ্রদেশেও(Uttar Pradesh) কংগ্রেসকে(Congress) বড় ধাক্কা দিল তৃণমূল(TMC)। সোমবার শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র রাজেশপতি ত্রিপাঠী এবং প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠী। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছট পুজোর পর নিজের উত্তরপ্রদেশ সফরের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে এদিন উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার যোগদান প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন,”উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর পৌত্র রাজেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দিয়েছেন। আর এক পপৌত্র প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠীও এসেছেন। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।” পাশাপাশি নিজের উত্তরপ্রদেশের সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “বারাণসী গিয়ে বিশ্বনাথ মন্দির দর্শন ও গঙ্গারতি দেখার অনুরোধ করেছেন ওঁরা। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর পর কর্মসূচি তৈরি হবে। আমি তখন যাব। অভিষেকও যাবে। কংগ্রেস ছেড়ে ওঁরা এসেছেন। গঙ্গাসাগরের দৈত্যাপতি অযোধ্যার বাসিন্দা। তাঁর আশ্রমে যাওয়ার অনুরোধ করেছেন।” একইসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি আরো জানান, “আমি সামনেই গোয়া যাচ্ছি। ওখানেও বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ছট পুজোর পর বারাণসী যাব। তবে এভাবে বাধা দিয়ে হামলা চালিয়ে আমাদের আটকানো যাবে না। তৃণমূলের প্রতি মানুষের ভরসা বাড়ছে। বাংলায় যখন পেরেছি, ভারতেও পারব।”

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। সাম্প্রতিক সময়ে শুধু বাংলা নয় গোটা দেশে সংগঠনকে ছড়িয়ে দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ত্রিপুরা, মেঘালয় সহ দেশের অন্যান্য রাজ্যেও সংগঠন বৃদ্ধির কাজ শুরু হয়ে গিয়েছে। বাদ নেই উত্তর প্রদেশও। সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর এই উত্তর প্রদেশ সফর রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version