Monday, May 5, 2025

মমতার উপস্থিতিতে যোগদান উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার, শীঘ্রই বারাণসী সফরে তৃণমূল সুপ্রিমো

Date:

ত্রিপুরা- গোয়ার পর এবার উত্তরপ্রদেশেও(Uttar Pradesh) কংগ্রেসকে(Congress) বড় ধাক্কা দিল তৃণমূল(TMC)। সোমবার শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র রাজেশপতি ত্রিপাঠী এবং প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠী। পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছট পুজোর পর নিজের উত্তরপ্রদেশ সফরের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে এদিন উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতার যোগদান প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন,”উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর পৌত্র রাজেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দিয়েছেন। আর এক পপৌত্র প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠীও এসেছেন। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।” পাশাপাশি নিজের উত্তরপ্রদেশের সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “বারাণসী গিয়ে বিশ্বনাথ মন্দির দর্শন ও গঙ্গারতি দেখার অনুরোধ করেছেন ওঁরা। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর পর কর্মসূচি তৈরি হবে। আমি তখন যাব। অভিষেকও যাবে। কংগ্রেস ছেড়ে ওঁরা এসেছেন। গঙ্গাসাগরের দৈত্যাপতি অযোধ্যার বাসিন্দা। তাঁর আশ্রমে যাওয়ার অনুরোধ করেছেন।” একইসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি আরো জানান, “আমি সামনেই গোয়া যাচ্ছি। ওখানেও বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ছট পুজোর পর বারাণসী যাব। তবে এভাবে বাধা দিয়ে হামলা চালিয়ে আমাদের আটকানো যাবে না। তৃণমূলের প্রতি মানুষের ভরসা বাড়ছে। বাংলায় যখন পেরেছি, ভারতেও পারব।”

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। সাম্প্রতিক সময়ে শুধু বাংলা নয় গোটা দেশে সংগঠনকে ছড়িয়ে দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ত্রিপুরা, মেঘালয় সহ দেশের অন্যান্য রাজ্যেও সংগঠন বৃদ্ধির কাজ শুরু হয়ে গিয়েছে। বাদ নেই উত্তর প্রদেশও। সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর এই উত্তর প্রদেশ সফর রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

 

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version