Monday, November 10, 2025

গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

Date:

আগামী বৃহস্পতিবার সংগঠনকে চাঙ্গা করতে গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বাংলার মুখ্যমন্ত্রীর দ্বীপরাজ্য সফরের আগেই তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যা ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে বাড়তি গতি আনলো।

এ প্রসঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টি সভাপতি বিজয় সরদেশাই বলেন, ”গোয়ায় তৃণমূল নতুন দল। বিজেপির বিকল্প হিসেবে তাঁদের দেখছেন এই রাজ্যের মানুষ। গোয়ানরা চাইছেন তৃণমূলকে পরখ করে দেখতে।” এর আগে কংগ্রেস ও বিজেপির সঙ্গেও।জোটে ছিল জিএফপি। ২০১৭ সালে ৩ বিধায়ক নিয়ে বিজেপির সরকারে যোগ দিয়েছিলেন সরদেশাই। ২০১৯ সালে পর্যন্ত গোয়ার উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এরপর ভেঙে যায় জোট।

 

প্রসঙ্গত, মাস দু’য়েকের মধ্যে গোয়ায় জমি শক্ত করে ফেলেছে তৃণমূল। শুধু সংগঠন বিস্তার নয়, সরকার গঠনের জন্যই যে ঝাঁপাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগেই গোয়ার প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরো দলবল নিয়ে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু রাজনৈতিক নেতা নয়, প্রতিষ্ঠিত খেলোয়াড় থেকে শুরু করে চলচ্চিত্র জগতে ব্যক্তিত্বরাও দল বেঁধে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে।

 

 

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version