Wednesday, December 17, 2025

গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

Date:

আগামী বৃহস্পতিবার সংগঠনকে চাঙ্গা করতে গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বাংলার মুখ্যমন্ত্রীর দ্বীপরাজ্য সফরের আগেই তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যা ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে বাড়তি গতি আনলো।

এ প্রসঙ্গে গোয়া ফরওয়ার্ড পার্টি সভাপতি বিজয় সরদেশাই বলেন, ”গোয়ায় তৃণমূল নতুন দল। বিজেপির বিকল্প হিসেবে তাঁদের দেখছেন এই রাজ্যের মানুষ। গোয়ানরা চাইছেন তৃণমূলকে পরখ করে দেখতে।” এর আগে কংগ্রেস ও বিজেপির সঙ্গেও।জোটে ছিল জিএফপি। ২০১৭ সালে ৩ বিধায়ক নিয়ে বিজেপির সরকারে যোগ দিয়েছিলেন সরদেশাই। ২০১৯ সালে পর্যন্ত গোয়ার উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এরপর ভেঙে যায় জোট।

 

প্রসঙ্গত, মাস দু’য়েকের মধ্যে গোয়ায় জমি শক্ত করে ফেলেছে তৃণমূল। শুধু সংগঠন বিস্তার নয়, সরকার গঠনের জন্যই যে ঝাঁপাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগেই গোয়ার প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরো দলবল নিয়ে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু রাজনৈতিক নেতা নয়, প্রতিষ্ঠিত খেলোয়াড় থেকে শুরু করে চলচ্চিত্র জগতে ব্যক্তিত্বরাও দল বেঁধে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে।

 

 

Related articles

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...
Exit mobile version