Sunday, November 2, 2025

শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গত ৩ অক্টোবর গ্রেফতার করার পর থেকেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। ফের একবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গুরুতর অভিযোগ আনলেন ওয়াংখেড়ের বিরুদ্ধে। তাঁর দাবি, NCB-র জোনাল ডিরেক্টর বলিউড তারকাদের ফোনে আড়ি পাতছেন। এমনকি, তাঁর নিজের মেয়ে নিলোফারের কল ডিটেল রেকর্ড চেয়েছিলেন সমীর। কিন্তু মুম্বই পুলিশ তার সেই এই দাবি নাকচ করে দিয়েছে।

নবাব মালিক জানিয়েছেন, NCB এক আধিকারিক নিজে তাঁকে জানিয়েছেন, সমীর ওয়াংখেড়ের নির্দেশে ৩৬টি ভুয়ো মামলাও দায়ের করেছে NCB। তার সব তথ্য প্রমাণ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের পাঠিয়েছেন। নবাবের দাবি, এনসিবি-র আড়ালে কোটি কোটি টাকা রোজগার করছেন সমীর ওয়াংখেড়ে।

আরও পড়ুন- ত্রিপুরায় গণতন্ত্র নেই: রাজ্যসভায় শপথ নিয়েই তোপ সুস্মিতার

আজ ২৬ অক্টোবর আরিয়ান খানের জামিনের মামলা উঠবে বম্বে হাই কোর্টে। তাঁর হয়ে সওয়াল করবেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। সোমবার গভীর রাতে মুম্বই এসে পৌঁছান মুকুল। তিনি নিজেই জানিয়েছেন মঙ্গলবার আরিয়ান খানের আইনজীবী Satish Manshinde-র সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন শুনানিতে। জাস্টিস Nitin Sambre-র এজলাসে উঠেছে আরিয়ান খানের জামিনের মামলা।সিনিয়র কাউন্সেল Amit Desaiও এদিন হাই কোর্টে উপস্থিত থাকবেন।
গত ৩ অক্টোবর Narcotics Control Bureauর হাতে গ্রেফতার হয়েছেন কিংখানের বড় ছেলে আরিয়ান খান। তারপর থেকে একাধিক বার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গিয়েছে। আজ ফের একবার বিশেষ NDPS কোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version