Sunday, November 16, 2025

খুলছে ক্লাসরুম! স্কুল খোলার নির্দেশিকা পাঠালো শিক্ষাদফতর

Date:

দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর স্কুল খোলার নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো শেষ হতেই স্কুল খোলা হবে। ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। এরপর ধাপে ধাপে বাকিদেরও ক্লাস চালু হবে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্যের শিক্ষা দফতর রাজ্যের প্রতিটি জেলাতে স্কুল খোলার ব্যাপারে একটি নির্দেশিকা পাঠিয়েছে। শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের পাঠানো গাইডলাইন মেনেই প্রতিষ্ঠান চালু করতে হবে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

প্রথম ঢেউয়ের পর এসেছে করোনার দ্বিতীয় ঢেউ। স্কুলের গণ্ডি পেরোয়নি শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী কেউই। তবে করোনার তৃতীয় ঢেউ রাজ্যে তেমনভাবে কোপ বসাতে না পারলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হবে বলে অনেক আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত গতকাল স্কুল খোলার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে স্কুল খোলার আগে শিক্ষা দফতরের তরফে প্রকাশিত হয়েছে একটি গাইডলাইনে। মূলত এই গাইডলাইনে বলা হয়েছে-

  1. প্রত্যেককে মাস্ক পরে স্কুলে আসতে হবে, এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোটিস জারি করা বাধ্যতামূলক
  2. প্রতিটি স্কুলে একটি ‘আইসোলেশন রুম’ রাখতে হবে। আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ সেখানে স্থানান্তরিত করতে হবে।
  3. স্কুলে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে প্রত্যেক পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপা হবে।
  4. শিক্ষক-শিক্ষিকাদের করোনা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। যাতে কারও জ্বর এলে বা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা তাঁরা করতে পারেন।
  5. শিক্ষাবিদ ও চিকিৎসকের মতামত নিয়ে পরিস্থিতি ও পরিকাঠামো অনুযায়ী প্রয়োজনে স্কুল দুই শিফট অর্থাৎ মর্নিং ও ডে’তে ক্লাস করাতে পারে।

উপরোক্ত গাইডলাইনগুলি ছাড়াও করোনা নিয়ে অভিভাবক ও পড়ুয়াদের অবহিত করার ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দায়িত্ব নিতে হবে। বিকাশ ভবনের ‘স্কুল রিওপেন বুকলেট’-এ ‘ডু অ্যান্ড ডোন্টস’-এর একটি তালিকা রয়েছে। সেখানে এও বলা রয়েছে, ছাত্রছাত্রীর জ্বর হলে তাঁকে যেন স্কুলে না পাঠান অভিভাবকরা। একই সঙ্গে বলা হয়েছে, ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে।

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version