দুর্গাপুজো শেষ হওয়ার পরে চন্দননগরবাসী আশায় বুক বেঁধেছিল। এবার হয়তো চন্দননগরের জগদ্ধাত্রীপুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখা যাবে। কিন্তু অক্টোবর মাসেই চন্দননগরবাসী আশা ভঙ্গ। কোভিড আক্রান্তদের সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে পুজো উদ্যোক্তা এবং চন্দননগরবাসীর। পুলিশ প্রশাসনের নির্দেশে চন্দননগরের বেশ কয়েকটি এলাকায় কনটেনমেন্ট জোন ঘোষিত করা হয়েছে। পুজোর আয়োজন নিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বিশেষ বৈঠক করেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ এবং কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন- বিতর্কে ডি’কক, ব্যক্তিগত কারণ দেখিয়ে খেললেন না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে