Friday, August 22, 2025

খুলে দেওয়া হল বাইপ্যাপ সাপোর্ট, ওটস দিয়েই ব্রেকফাস্ট সারলেন অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী

Date:

অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার তার অবস্থা যথেষ্ট উদ্বেগজনক হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, মন্ত্রীর বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে অক্সিজেন এখনও লাগছে তাঁর। সকালে পাকা পেঁপে ও ওটস খেয়েছেন তিনি।  মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। সোমবার রাতে নতুন করে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়নি। ভালই ঘুম হয়েছে তাঁর।

আরও পড়ুন:হুগলির বেশ কিছু জায়গায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন, কড়া নজরদারি প্রশাসনের

হাসপাতাল সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের পাশাপাশি সিওপিডির সমস্যা রয়েছে।এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায় জানান, মন্ত্রীর হার্টের সমস্যা ছিল। সঙ্গে সিওপিডি, সুগার। সেইসঙ্গে বার্ধক্যজনিত বেশকিছু  সমস্যা থাকায় তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়।সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণে একটি মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায়।সেইসঙ্গে রয়েছেন, কার্ডিওলজির বিভাগীয় প্রধান সরোজ মণ্ডল রয়েছেন। সঙ্গে সিসিইউ স্পেশালিস্ট, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, এন্ডোক্রিনোলজি, নেফ্রোলজির বিশেষজ্ঞ নিয়ে বোর্ড। সকলেই সকালে দেখেছেন। সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। বিকেলেও তাঁরা প্রত্যেকেই রিভিউ করেন। সেই মতোই ওষুধ ও অন্যান্য চিকিৎসা চলছে।

রবিবার সকালে রুটিন চেকআপ করাতে এসএসকেএম-এ যান সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সকালে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ে। ৭৫ বছরের বর্ষীয়ান নেতার শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে নিয়ে যাওয়া  হয়। হাসপাতাল সূত্রে খবর,  সুব্রত মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version