Tuesday, May 6, 2025
সিনেমা হলে সিনেমা শুরুর আগে বড় বড় অক্ষরে রেখা থাকে ,তামাক স্বাস্থ্যের পক্ষে হানিকর!‌ এমনকি এনিয়ে বহুরকম বিজ্ঞাপনও তৈরি হয়েছে। তবে কাজ হয়নি।বরং সিগারেট, বিড়ি থেকে শুরু করে পানমশলা, গুটখার মতো তামাকজাত দ্রব্য বাজারে রমরমিয়ে বিকোচ্ছে। তার জেরে মানুষের শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের মতো মারণরোগ।তাই এবার তা রুখতে এই তামাকজাত দ্রব্যই কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য সরকার। সোমবার রাতে নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নির্দেশিকায় সম্মতি দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের। নির্দেশিকায় স্পষ্ট লেখা, আগামী ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ। আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি।
প্রসঙ্গত, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের নির্দেশিকায় এও জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেসব জিনিসে নিকোটিন বা তামাক রয়েছে, তা এবার থেকে বর্জ্যনীয়। ২০১৯ সালেও একই সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল  সরকার। তখনও এক বছরের জন্য নিষেধাজ্ঞা ছিল। ২০১৯ এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলায় ২০ শতাংশ মানুষ এই পানমশলা, গুটখা সেবন করেন। তবে গত বছর করোনা পর্বে এই সমীক্ষা করা সম্ভবপর হয়নি। চলতি বছরে ফের নিয়মকানুন স্বাভাবিক ছন্দে ফিরতেই তামাকজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য সরকার।

Related articles

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...
Exit mobile version