Friday, November 14, 2025

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

Date:

পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এমনকি ক্রমশ: বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম।অথচ কেন্দ্রের কোনও হেলদোল নেই।

ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির  প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই  ত্রিপুরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে আগরতলায়  দলের ক্যাম্প অফিস থেকে  ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শহরের গণরাজ চৌমুহনীতে গিয়ে মিছিল আবার ফিরে আসে ক্যাম্প অফিসে।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে।গ্যাসের দাম কমাতে হবে। যেভাবে দাম বড়ানো হয়েছে মানুষ সংসার চালাবে কি করে ?

আরও পড়ুন- গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

তিনি আরও বলেন, এর সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিজেপি সরকার জিএসটি নিয়ে ছিনিমিনি  খেলছে। সংখ্যার জাগলারি করছে। তৃণমূল কংগ্রেস দাম কমাতে যে বিকল্প প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার তা মানলে এই পরিস্থিতি তৈরি হত না। তাই তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে রাস্তায় নেমে  প্রতিবাদ করতে। দাম না কমা পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

কুণালের স্পষ্ট কথা, ত্রিপুরায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। তবু ত্রখানকার মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নগামী। বেকারের সংখ্যা বাড়ছে। ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। কাজ করেনি কিছুই। পু্লিশ-প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version