Friday, May 23, 2025

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

Date:

পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এমনকি ক্রমশ: বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম।অথচ কেন্দ্রের কোনও হেলদোল নেই।

ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির  প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই  ত্রিপুরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে আগরতলায়  দলের ক্যাম্প অফিস থেকে  ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শহরের গণরাজ চৌমুহনীতে গিয়ে মিছিল আবার ফিরে আসে ক্যাম্প অফিসে।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে।গ্যাসের দাম কমাতে হবে। যেভাবে দাম বড়ানো হয়েছে মানুষ সংসার চালাবে কি করে ?

আরও পড়ুন- গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

তিনি আরও বলেন, এর সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিজেপি সরকার জিএসটি নিয়ে ছিনিমিনি  খেলছে। সংখ্যার জাগলারি করছে। তৃণমূল কংগ্রেস দাম কমাতে যে বিকল্প প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার তা মানলে এই পরিস্থিতি তৈরি হত না। তাই তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে রাস্তায় নেমে  প্রতিবাদ করতে। দাম না কমা পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

কুণালের স্পষ্ট কথা, ত্রিপুরায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। তবু ত্রখানকার মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নগামী। বেকারের সংখ্যা বাড়ছে। ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। কাজ করেনি কিছুই। পু্লিশ-প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Related articles

পাক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত কাশ্মীরবাসীর পাশে আছি, পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে সাহায্যের আশ্বাস তৃণমূলের

অতর্কিতে পাকিস্তানের গোলা-গুলি বর্ষণে সন্ত্রস্ত কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ-রাজৌরিসহ একাধিক এলাকা। পহেলগাম(Pahalgam) পরবর্তী হামলাতেও বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে।...

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের...

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...
Exit mobile version