Monday, August 25, 2025

ইমরানের আমন্ত্রণে সাড়া দিয়ে হাসিনার পাক সফর, ভালো চোখে দেখছে না ভারত

Date:

স্বাধীনতা লাভের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী(Bangladesh Prime Minister)। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(imran Khan) সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশে আনা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে এই সফরে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরে মোটেই খুশি নয় ভারত সরকার।

জানা গিয়েছে, পাকিস্তান দিবস উপলক্ষে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়ে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে অভিনন্দন পত্রে ইসলামাবাদ এবং অন্যান্য প্রতিবেশীদের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রতিশ্রুতি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর পাক সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনা। সরকারিভাবে তাঁর যাত্রার কোনও তারিখ এখনো প্রকাশ্যে আনা না হলেও সূত্রের খবর, আগামী নভেম্বর মাসের ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত তিন দিনের পাকিস্তান সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:আরিয়ান কাণ্ডে এবার মোদিকে চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর 

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর ভারতের ভারতের জন্য মোটেই সুখের নয় বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কারণ সময়ের সঙ্গে সঙ্গে ভারত-পাক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই উন্নত। এই পরিস্থিতিতে পাক বাংলাদেশের কাছাকাছি আসাটা কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য অস্বস্তিকর। এরই মাঝে সম্প্রতি বাংলাদেশের মাটিতে যেভাবে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন চলছে সেই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে।

Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version