Wednesday, August 27, 2025

হরিয়ানায় গাড়িচাপা দিয়ে ৩ কৃষক খুন: দোষী গ্রেফতার না হলে দেহ ময়নাতদন্তে অনড় কৃষকরা

Date:

উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানা(Haryana), টিকরি বর্ডারের কাছে বাহাদুরগড়ে তিন মহিলা কৃষককে(Farmers) পিষে মেরেছে ঘাতক ট্রাক। ৩ কৃষকের মৃত্যুর ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের তরফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার(Arrest) করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য ছাড়া হবে না। শুধু তাই নয়, কৃষকদের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।

কৃষকদের তরফে জানানো হয়েছে, ট্রাকটি ধীরগতিতে আসছিল হঠাৎ দ্রুতগতিতে সরাসরি আন্দোলনরত কৃষকদের ওপর চালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এদিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পেতে তৎপর স্থানীয় প্রশাসন। স্থানীয় পুলিশ সুপার কৃষকদের আশ্বাস দিয়েছেন অভিযুক্ত যেই হোক না কেন দ্রুত তাকে গ্রেফতার করা হবে। পাশাপাশি ট্রাকটি সম্পর্কেও বিশদ খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন:ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দায় বিশ্ব হিন্দু পরিষদের, দাবি মানিকের

উল্লেখ্য, বুধবার সকালে হরিয়ানা রাজ্যের বাহাদুরগড় এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা। সেখানে উপস্থিত ছিলেন বহু মহিলাও। তখনই হঠাৎ একটি ট্রাক দ্রুতগতিতে এসে অবস্থানরত কৃষকদের পিষে দিয়ে চলে যায়। নৃশংস এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরো একজনের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক মহিলা। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ কৃষকরা। উত্তরপ্রদেশের লখিমপুরের পর এই মৃত্যুর পিছনেও ষড়যন্ত্র রয়েছে বলে অনুমান করছেন অনেকেই।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version