Friday, November 14, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।ম্যালেরিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির AIIMS-এ। বৃহস্পতিবার সকালে তিনি ছুটি পেয়েছেন।উৎসবের ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে গিয়ে মিউজিয়ামও ঘুরে দেখেন। এরপর সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি যান।
হঠাৎই জ্বর আসায় শুক্রবার রক্ত পরীক্ষা করানো হয়। রক্তে ধরা পড়ে ম্যালেরিয়ার সংক্রমণ। দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছিল রাজ্যপালের। জ্বর বাড়তে থাকায় সোমবার এইমসে ভর্তি করানো হয় তাঁকে।
তাঁর অসুস্থতার খবর পেয়ে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই বৃহস্পতিবার সকালে তিনি সুস্থ হয়ে উঠলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।যদিও বেশ কয়েকদিন তাকে ডাক্তারদের পরামর্শ আনুযায়ী চলতে হবে।
হাসপাতাল থেকে বেরিয়ে টুইট করেন রাজ্যপাল। ধন্যবাদ জানান AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলারিয়াকে। এছাড়াও ধন্যবাদ জানান নিরজ নিশ্চলকে। তিনি লিখেছেন, ‘স্বাস্থ্য সমস্যাগুলির দেখাশোনা করার জন্য ধন্যবাদ। সুস্থ হয়ে AIIMS ছাড়ছি। AIIMS এর ডাক্তার ও নার্সিং স্টাফদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।’

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version