Monday, May 5, 2025

লোকাল ট্রেন চালু করার নির্দেশ দিল রাজ্য সরকার। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ। প্রায় ৬ মাস পর চালু হতে চলেছে লোকাল ট্রেন। এতদিন স্টাফ স্পেশ্যাল নামে চালানো হচ্ছিল ট্রেন। এবার শোনা যাবে ট্রেনের নাম ধরে ঘোষণা। রাজ্যবাসীর জন্য বড় স্বস্তির খবর।
রেল আগেই সবরকম প্রস্তুতি সেরে রেখেছে লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে।  পূর্ব রেলের তরফে আগেই তা জানানো হয়েছিল। কিন্তু নবান্ন থেকে লোকাল ট্রেন চালানোয় নিষেধাজ্ঞা ছিল। স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে পরিমাণ ভিড় বাড়ছিল, তাতে লোকাল ট্রেন চালু না করলে হিতের বিপরীত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছিল। এরই মধ্যে সুখবর। নবান্নের তরফে শুক্রবার এক নির্দেশিকা জারি করে জানানো হল, লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে রাজ্যে। আর তা শুরু হচ্ছে আগামী রবিবার থেকেই।
আগামী ১৬ নভেম্বর থেকে সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে৷ ফলে তার আগে লোকাল ট্রেন চালু হলে অন্যান্য যাত্রীদের সঙ্গে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও উপকৃত হবেন৷

এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর মতো কালীপুজোর সময়ও ২ থেকে ৫ ই নভেম্বর রাতের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ছট পুজোর সময়ও নাইট কারফিউ নিয়ে বিধিনিেধ শিথিল করা হচ্ছে৷

৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে রাত্রিকালীন কড়াকড়ি। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলে ছাড়পত্র মিলেছে। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে অনুমতি দিয়েছে রাজ্য। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি দেওয়া হয়েছে।  কালীপুজো, দীপাবলির জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় রয়েছে।

Related articles

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...
Exit mobile version