Monday, August 25, 2025

মমতার গোয়া সফরে বড় চমক: তৃণমূলে লিয়েন্ডার-নাফিসা-মৃণালিনী

Date:

তৃণমূল সুপ্রিমোর গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় চমক। জল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সফরের মধ্যে অনেক তারকাই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। সেই মতই শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), অভিনেত্রী ও সমাজসেবী নাফিসা আলি (Nafisa Ali), পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshmukh)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়নের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ অভিনেত্রী-সমাজসেবী৷ নাফিসা আলি- সঙ্গেও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার, দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই নাফিসা আলি যোগ দেন তিনি৷ দলে যোগ দিয়েই নাফিসা আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নতুন কংগ্রেস। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে পাবেন মমতা।

লিয়েন্ডার পেজ বলেন, যখন তিনি খেলা শুরু করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতেন।

তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই জানান, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই মতোই এদিন তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ তৃণমূল নেত্রীর গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷

আরও পড়ুন:ভয় পেয়েছে বিজেপি: গোয়ায় সাইনবোর্ড হতে আসিনি, মরে গেলেও আপস নয়: তৃণমূলনেত্রী

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version