Saturday, August 23, 2025

ত্রিপুরায় বিরোধীদের সময় দিচ্ছেন না রাজ্যপাল, অভিযোগ তৃণমূলের

Date:

ত্রিপুরার শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের লাগাতার সন্ত্রাস। শুধু সাধারণ তৃণমূল কর্মী-সমর্থকরা নয়, সাংসদদের উপরও হামলা হয়েছে। ত্রিপুরায় ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে। সব মিলিয়ে ত্রিপুরায় গণতন্ত্র ভূ লুণ্ঠিত। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সাক্ষাৎ চেয়েছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে রাজ্যপাল এবারও দেখা করেননি।

যদিও তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ সময় না দেওয়ার পিছনে রাজনৈতিক কারণ দেখছেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ ত্রিপুরার রাজ্যপালকে তোপ দেগে বলেন, “রাজ্যপাল সময় দিচ্ছেন না। আগেও সময় দেননি। তিনি নিজেকে অসুস্থ বলছেন। হচ্ছে টা কী? এটা গণতন্ত্র? পুলিশ শুনছে না। প্রশাসন দলদাস। রাজ্যপাল বিজেপির এজেন্ট। তীব্র নিন্দা করছি। রাজ্যপালকে অনুরোধ করবো ত্রিপুরায় গণতন্ত্র ফেরাতে সংবিধান মানুন।”

এরপরই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন, “বাংলার রাজ্যপাল কথায় কথায় টুইট করেন। বিজেপির দালালি করেন। ত্রিপুরাতেও বিরোধী দলকে রাজ্যপালকে সময় দিচ্ছেন না। তিনি সময় না দিলে বলতে বাধ্য হবো, এখানকার রাজ্যপালও বিজেপির দালাল। বিজেপির এজেন্ট। আশাকরি, তিনি সময় দেবেন। রাজ্যপালকে আরও সক্রিয় হতে হবে।”

আরও পড়ুন- রোনাল্ডিনহো, ফেল্পস, টাইগার শ্রফ এবং যুবরাজ সিংয়ের সাথে অংশীদারিত্ব ঘোষণা মার্লিন গোষ্ঠীর

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version