Sunday, November 9, 2025

কোভিড বিধি মেনে রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন শুরু হল

Date:

আজ রাজ্যের ৪ কেন্দ্রে কড়া নিরাপত্তায় উপনির্বাচন (ByPollElection)। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে পুরোপুরি কোভিড বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ। গোসাবা দিনহাটা, শান্তিপুর, খড়দহে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। লাইন দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার এবং মাস্ক মজুত রাখা হয়েছে। প্রত্যেক ভোটারকেই কেন্দ্রে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে নেওয়া হচ্ছে।

তৃণমূলের (TMC) ২ জয়ী বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে গোসাবা(Gosaba) ও খড়দহে(khardah)। অন্যদিকে বিজেপির(BJP) দুজন জয়ী প্রার্থী নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় উপনির্বাচন করানোর প্রয়োজন পড়েছে দিনহাটা(Dinhata) এবং শান্তিপুর(Santipur) কেন্দ্র। এই চারটি কেন্দ্রে ৪-০ লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে মরিয়া বিজেপিও।

দিনহাটা

গতবার নির্বাচনে জয়ী হলেও বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক বিধায়ক পদ গ্রহণ না করায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে এই কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিধানসভা কেন্দ্রে ৪১৭ টি বুথ। বিধানসভা নির্বাচনে এই জেলার শীতলকুচিতে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। ফলে এমন পরিস্থিতি যাতে পুনরায় তৈরি না হয় তার জন্য সর্তক প্রশাসন। চারটি কেন্দ্রের মধ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। নির্বাচন উপলক্ষে মোতায়েন থাকছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে উদয়ন গুহকে। পাশাপাশি বিজেপি প্রার্থী হয়েছেন অশোক মন্ডল। ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছেন আবদুর রউফ।

খড়দহ

একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিং। যদিও ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। যার ফলে এই কেন্দ্রে এবার উপনির্বাচন হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, খড়দহ বিধানসভা কেন্দ্রে বুথের সংখ্যা ২৩৫ টি। অশান্তির আশঙ্কা করে এই কেন্দ্রের সমস্ত বুথেই স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করা হয়েছে প্রতিটি বুথেই থাকবেন একজন করে মাইক্রো অবজার্ভার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে খড়দহ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্র এবার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থী বিজেপির জয় সাহা।

গোসাবা

প্রায় ২৭ হাজারেরও বেশি ভোটে অসম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। করোনায় তাঁর মৃত্যুর পর আগামীকাল গোসাবা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০ টি। কোনরকম অশান্তি এড়াতে একেবারে কড়া নজরদারিতে এই কেন্দ্রে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোট বুথের ৪৩ টিতে থাকছে সিসিটিভি ক্যামেরা। ৩০ টি বুথে থাকবেই ভিডিওগ্রাফির ব্যবস্থা, এবং ১৮৯ বুথ থেকে লাইভ সম্প্রচার হবে ভোটগ্রহণের। তৃণমূলের তরফে এই কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন সুব্রত মন্ডল অন্যদিকে এখানে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পলাশ রানাকে।

শান্তিপুর

গতবার এই কেন্দ্র থেকে ১৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তবে তিনি সাংসদ পদ না ছাড়ায় উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে ওঠে এই কেন্দ্রে। ফলস্বরূপ রাজ্যের চারটি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র শান্তিপুরও। কমিশন সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর বিধানসভা কেন্দ্রের ২৬৪ টি বুথে আগামীকাল চলবে ভোটগ্রহণপর্ব। যার মধ্যে বেশিরভাগ বুথকেই স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করেছে কমিশন। কোনরকম অশান্তি এড়াতে ২২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। তৃণমূলের তরফে এবার এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ব্রজকিশোর গোস্বামীকে। পাশাপাশি বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, এছাড়াও সিপিএম ও কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন সৌমেন মাহাতো ও রাজু পাল।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version