মহম্মদ শামির পাশে কোহলি, সমলোচকদের কড়া ভাষায় নিন্দা বিরাটের

এবার মহম্মদ শামির ( Mohammad Shami) পাশে দাঁড়ালেন ভারত ( India) অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। নিউজিল্যান্ড ম‍্যাচের আগে দিন সাংবাদিক সম্মেলনে এসে শামির সমলোচকদের ‘মেরুদন্ডহীন’ বলে উল্লেখ করলেন ভারত অধিনায়ক।

গত রবিবার পাকিস্তান ম্যাচে হারের পরেই ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিলেন মহম্মদ শামি। তাঁর ধর্ম নিয়ে কুৎসা করতে নেমেছিলেন এক দল মানুষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শনিবার সাংবাদিক সম্মেলনে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া ভাষায় নিন্দা করলেন বিরাট কোহলি।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে বিরাট বলেন,”আমাদের মাঠে নেমে ক্রিকেট খেলার যথেষ্ট কারণ রয়েছে। এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের যায় আসে না। ওদের কোনও দিন সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই। মানবিকতার সব থেকে নিচু স্তর দেখতে পেলাম। মানুষ সব থেকে খারাপ কাজ যদি কিছু করতে পারে, তা হলে সেটা হল ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার কথা কোনও দিন ভাবিনি। ধর্ম একটা পবিত্র বিষয়। আমাদের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব কখনও নষ্ট হতে দেওয়া উচিত নয়। কখনও এ জিনিস বরদাস্ত করা হবে না। যাঁরা আমাদের বুঝতে পারেন, সে ধরনের মানুষকে কুর্নিশ।”

 

 

 

 

 

 

 

 

পাকিস্তান ম‍্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক কথা উঠে আসে ভারতের হার নিয়ে। এই নিয়ে কোহলি বলেন,” এ ধরনের সমালোচকদের কোনও ‘মেরুদণ্ড’ নেই। দল হিসেবে আমাদের কী করা উচিত এবং কোন কোন জায়গায় জোর দেওয়া উচিত সেটা ভালই জানি। কেউ যদি ভাবে ভারত একটা ম্যাচেও হারতে পারে না, তাহলে সেটা তার ব্যাপার। বাইরের মানুষ কী ভাবছে তা নিয়ে কোনও মাথাব্যথা আমাদের নেই।  যদি কোনও ম্যাচে হারি, তাহলে সেটা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচের দিকে এগিয়ে যাব। এটাই আমরা মাথায় রাখি। ”

আরও পড়ুন:খেলরত্ন নয়, অর্জুন পুরস্কার চাইছেন রবি, জানালেন ফেডারেশনের এক কর্তা