সুনীল গাভাস্কর এবং দিলীপ বেঙ্গসরকারকে সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন

ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ( Sunil Gavaskar) এবং দিলীপ বেঙ্গসরকারকে ( Dilip Vengsarkar) সম্মান জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি হসপিটালিটি বক্সের নামকরণ করা হয়েছে গাভাস্করের নামে। ওপর দিকে একটি স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছে বেঙ্গসরকারের নামে।

শুক্রবারের এমনটাই সংবর্ধনা জানাল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শরদ পাওয়ার, সচিন তেন্ডুলকর, গুন্ডাপ্পা বিশ্বনাথসহ বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। সেই অনুষ্ঠানে অনেকেই এই দুই ক্রিকেটারের সঙ্গে কাটানো মাঠ ও মাঠের বাইরের কথা তুলে ধরেন। ভারতীয় ক্রিকেট তাঁদের অবদানের কথাও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

আরও পড়ুন:মহম্মদ শামির পাশে কোহলি, সমলোচকদের কড়া ভাষায় নিন্দা বিরাটের