Thursday, August 21, 2025

ছেলে আরিয়ানকে নিয়ে বাড়ি ফিরলেন শাহরুখ খান। অবশেষে স্বস্তির নিঃশ্বাস খান পরিবারে।বহু চেষ্টার পর অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খান -পুত্র আরিয়ান খান । জামিনের জন্য একাধিক বার চেষ্টার পরে অবশেষে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহাতগির চেষ্টায় জেলের বাইরে এলেন আরিয়ান । শনিবার সকালেই ছেলেকে নিতে শাহরুখ চলে এসেছেন । প্রথমে জানা গিয়েছিল শাহরুখ ছেলেকে নিতে আর্থার রোড জেলে আসবেন । তার পরে জানা গেল শাহরুখকে দেখতে সাংঘাতিক ভিড় হয়ে গেছে জেলের সামনে। তাই শাহরুখ আর্থার রোড জেলে আসছেন না। তিনি অপেক্ষা করছেন ‘ফোর সিজন’ হোটেলে । আরিয়ান জেল থেকে সোজা হোটেলে বাবার কাছে আসেন। সেখান থেকে শাহরুখ ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন।

অন্য একটি মতে শাহরুখ খান নাকি হোটেলে যান নি।  জেল থেকে কিছুটা দূরে কাল কাচ দেওয়া গাড়িতে বসেছিলেন।  তিনি গাড়ি থেকে নামেননি। শাহরুখের ব্যক্তিগত দেহরক্ষী আর্থার জেলে গিয়ে আরিয়ানকে বের করে নিয়ে আসেন। তারপর গাড়িতে উঠে বাবা ছেলের দেখা হয়।

 

শনিবার সকালেই আর্থার রোড জেলে কোর্টের রায়ের প্রতিলিপি চলে এসেছে। ফলে শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে মাদক মামলায় ধৃত আরিয়ান খানের (Aryan Khan ) জেল- মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা । জানা গিয়েছে কিছু নথিপত্র যাচাইয়ের কাজ রয়েছে । সেসব মিটে গেলে ছেড়ে দেওয়া হবে আরিয়ান খানকে। এক লক্ষ টাকার জামিনে মুক্তি পাচ্ছেন আরিয়ান। জামিনদার শাহরুখের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী জুহি চাওলা । জানা গিয়েছে সকালে জুহি চাওলা আর্থার রোড জেলে চলে এসেছেন।

জানা গিয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটায় মুম্বইয়ের আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। ততক্ষনে ওই বক্সে জমা পড়ে গেছে আরিয়ানের জামিনের নথি। বক্স খুলে বের করা হয় আরিয়ানের জামিনের নথি।

বৃহস্পতিবার বম্বে হাই কোর্ট জামিন দিলেও জেল থেকে বের হতে পারেননি আরিয়ান। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। আদালতের সেই নির্দেশনামা এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সা়ড়ে পাঁচটা বেজে যায়। এদিকে নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় আর্থার রোড জেলের অফিস বন্ধ হয়ে যায় । ফলে শুক্রবার রাতেও আর্থার রোড জেলেই থাকতে হল আরিয়ানকে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version