Thursday, August 21, 2025

কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মূলপর্বে যেতে মরিয়া ভারতীয় দল

Date:

আমিরশাহি ম্যাচ ভুলে শনিবার, অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ যোগ‍্যতা অর্জন পর্বের ( AFCU23) ম‍্যাচে কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামছে ইগর স্টিমাচের (Igor stimac) প্রশিক্ষণাধীন ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। প্রতিপক্ষ এবার কিরঘিজ প্রজাতন্ত্র। শক্তিশালী ওমানকে হারিয়ে চমক দিলেও আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুহূর্তের ভুলে একমাত্র গোলে হেরে যায় ভারত (india)। তবু এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের ভাল সুযোগ রয়েছে রহিম আলিদের কাছে।

ভারতের গ্রুপ বেশ আকর্ষণীয় জায়গায় রয়েছে। চার দলেরই পয়েন্ট সমান। এমনকী সমসংখ্যক গোল হজম করেছে গ্রুপের সব ক’টি দল। তাই শনিবার কিরঘিজকে হারালে এশিয়ান কাপের মূলপর্ব কার্যত নিশ্চিত করে ফেলবে ভারত। ড্র করলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ওমান-আমিরশাহি ম্যাচের দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচের আগের দিন কোচ ইগর ফুটবলারদের বলেছেন, ‘‘ভুলে যাও আগের ম্যাচ। তিন দিনের মধ্যে আরও একটা ৯০ মিনিটের লড়াই। কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে এটা নির্ণায়ক ম্যাচ। তৈরি হও তোমরা।’’

ক্রোয়েশিয়ান কোচ আরও বলেন, ‘‘আমাদের লড়াইয়ের জন্য উত্তেজিত হওয়া প্রয়োজন কিন্তু অতি-উৎসাহী হলে চলবে না। এই ধরনের ম্যাচে সবাইকে মাঠে ১০১ শতাংশ দিতে হবে। একই সঙ্গে আমাদের ধৈর্য ধরতে হবে।’’

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খুব ভাল ফুটবল খেলছেন বাংলার রহিম আলি। মোহনবাগান অ্যাকাডেমির প্রাক্তন এই স্ট্রাইকার বলেছেন, ‘‘আমাদের প্রত্যেককে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ববোধটাই গোটা দলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’’ মিডফিল্ডার আপুইয়া বলেছেন, ‘‘শক্ত গ্রুপ থেকে মূলপর্বে যেতে পারলে দারুণ খুশি হব। আমরা নিজেদের উজাড় করে দিতে চাই।’’

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version