Wednesday, November 5, 2025

করোনা সংক্রমণের (Corona Virus) জেরে প্রায় ছ’মাস বন্ধ থাকার পর আজ রবিবার থেকে রাজ্যে ফের লোকাল ট্রেন (Local Train Service) পরিষেবা চালু হচ্ছে। আপাতত ৫০ শতাংশ যাত্রী (50% Passenger) নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  হাওড়া -বর্ধমান- শিয়ালদহ -আদ্রা প্রতিটি সেকশনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আজ থেকে আগের মতই আপ ও ডাউন ট্রেন চলবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি লোকাল ট্রেন যাতায়াত করে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলে ১৯১টি ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে দু’বার করে স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করে তার জন্যেও প্রতিটি স্টেশন প্লাটফর্মে একনাগাড়ে প্রচার করা হবে। আরপিএফ এবং জিআরপি নজর রাখবে যাত্রীরা কোভিড বিধি মেনে চলছে কি না।লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আগে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দিয়েছে রেল।

১) ট্রেনের কামরা স্যানিটাইজ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল। শনিবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিকে করা হয়েছে। ট্রেনের হাতলের পাশাপাশি চালক এবং গার্ডের কেবিনও স্যানিটাইজ করা হয়েছে। 

২) ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি যাতে বজায় থাকে সে জন্য দু’টি আসনের মাঝে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। যাতে ওই আসনে যাত্রীরা না বসেন।

৩) স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের সতর্ক করার জন্য প্রচার চালাবে রেল। সকল যাত্রী যাতে কোভিডবিধি মেনে চলেন সে জন্য স্টেশনে স্টেশনে মাইক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

৪) পাশাপাশি নজরদারিও চলবে। এ জন্য স্টেশনে এবং ট্রেনে রেলপুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে। যাত্রীরা ঠিক মতো মাস্ক পরছেন কী না তার উপরও নজর রাখবে রেলপুলিশ।

৫) পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘যাত্রীদের কাছে আবেদন রাখা হচ্ছে, একান্ত বাধ্য না হলে ট্রেনে সফর না করতে।’’

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version