Thursday, August 28, 2025

জি-২০ সম্মেলনে কোভ্যাক্সিনকে ছাড়পত্রের দাবিতে সরব মোদি

Date:

Share post:

কোভিশিল্ড(Covishield) অনুমতি পেলেও কোভ‌্যাক্সিন(covaccine) এখনো পায়নি আন্তর্জাতিক ছাড়পত্র। এহেন পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়েই ভারতের তৈরি কোভ‌্যাক্সিন টিকার ছাড়পত্রের দাবি জানালেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বললেন, আগামী বছরের শেষে ৫০০ কোটি ডোজ উৎপাদনে প্রস্তুত ভারত। বিশ্বজনতারের সুযোগ পাওয়া উচিত। কোভ‌্যাক্সিন অনুমোদনের দাবি জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এটা বিশ্বাস করি যে কোভ্যাক্সিনের জন্য WHO বিভিন্ন দেশকে সহায়তা করার এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাবে।”

আরও পড়ুন:আগরতলার সভা থেকে বিজেপিকে উৎখাতের ডাক শান্তনু-সুস্মিতা-সুবল-কুণালদের

এদিনের অনুষ্ঠানে করোষা টিকার পাশাপাশি করোনা পরবর্তী পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সওয়াল করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের অর্থনৈতিক পুনরুদ্ধারে জি-২০ গোষ্ঠী ভুক্ত দেশ গুলিকে পাশে থাকার আবেদন জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, এখনও বিভিন্ন দেশ রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে রাখায়, অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। মোদি বলেন, অতিমারি পরিস্থিতি কাটিয়ে ভারত এখন অর্থনৈতিক পুনরুদ্ধারে নেমেছে। কিন্তু, এখনও কিছু দেশ ‘সাপ্লাই চেন’ স্বাভাবিক না করায় তা গতি পেতে অসুবিধা হচ্ছে। সে কারণে সব সদস‌্য দেশের উচিত দ্রুত সেই সব বাধানিষেধ তুলে দেওয়া, যাতে আমদানি-রপ্তানি প্রক্রিয়া ফের স্বাভাবিক হতে পারে। পাশাপাশি তিনি আরো জানান, বহুদেশ রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করায় ভারতের জ্বালানি তেলসহ বিভিন্ন কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে আসছেনা। যার জেরে দেশে মূল্যবৃদ্ধি ঘটছে।

উল্লেখ্য, শনিবার থেকে রোমে শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ইটালি পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। এখানেই কোভ্যাক্সিনকে ছাড়পত্রের দাবিতে সরব হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, প্রধানমন্ত্রী মোদি ১৫০টিরও বেশি দেশে ভারতের ওষুধ সরবরাহের কথা উল্লেখ করেন এবং ভারতের ‘এক বিশ্ব-এক স্বাস্থ‌্য’ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন, যা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মূলত সহযোগিতামূলক পদ্ধতি।

 

spot_img

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...