অর্পিতার ছেড়ে যাওয়া আসনে ভোট ২৯ নভেম্বর

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট হবে আগামী ২৯ নভেম্বর। এ ব্যাপারে খুব দ্রুত বিজ্ঞপ্তিও জারি করা হবে। ওই দিন সকাল ১০-৪টে পর্যন্ত ভোট হবে। সন্ধ্যায় ফল বের হবে। এই আসনে প্রার্থী কে হবেন, সে নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন রয়েছে। বাবুল সুপ্রিয় নাকি অন্য কেউ? বাবুল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক দিন আগে হঠাৎই অর্পিতা সাংসদ পদ থেকে ছাড়েন দলের কাজ আরও বেশি করে করার জন্য। কিন্তু এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার পরেই বোঝা যাবে।

আরও পড়ুন:আগরতলায় অভিষেক, বিমানবন্দরেই স্বাগত জানালেন তৃণমূলের নেতা-কর্মীরা