Thursday, August 21, 2025

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা করেছে! কী বলছেন বিশেষজ্ঞরা?

Date:

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা (Suicide) করেছে। তথ্য তুলে ধরল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি (NCRB)। বিশেষজ্ঞরা দায়ী করছেন করোনা পরিস্থিতিকেই। তাঁদের মতে, করোনা পরিস্থিতির জন্য বাড়ছে মানসিক চাপ। আর তার থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু শিশুই। এনসিআরবি যে তথ্য প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে, ২০২০ সালে আত্মহত্যা করেছে এমন শিশুর সংখ্যা ১১ হাজার ৩৯৬। যা ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ এবং ২০১৮ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৬১৩  এবং ২০১৮ সালে ৯ হাজার ৪১৩। পাশাপাশি আত্মহত্যার কারণ হিসেবে উঠে এসেছে বেকারত্ব, মাদকের মতো বিষয়গুলিও।

আরও পড়ুন-কালীপুজো-ছটপুজোয় থাকছে না রাতের বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে সেভ দ্য চিলড্রেন সংগঠনের ডেপুটি ডিরেক্টর প্রভাত কুমার বলেন, “শিশুদের শিক্ষা, শারীরিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি সম্পর্কে সচেতনতা লক্ষ্য করা যায়। কিন্তু মানসিকভাবে শিশুদের ভালো রাখার বিষয়টিও ভিষণভাবে গুরুত্বপূর্ণ। কোনও শিশুকে ভালো রাখার দায় তার বাবা মার তো অবশ্যই এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীদের।”

ক্রাই-চাইল্ড রাইটসের নীতি গবেষণা এবং অ্যাডভোকেসির পরিচালক প্রীতি মাহারা এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গৃহবন্দি থাকার কারণে শিশুরা প্রচণ্ড মানসিক চাপ এবং মানসিক আঘাতের মধ্য দিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার কারণে এবং সীমিত সামাজিক যোগাযোগের কারণে বন্ধু, শিক্ষকের সঙ্গে যোগাযোগ কমে যায়। এই কারণেও এই আত্মহত্যার ঘটনা বেড়ে থাকতে পারে।’

Related articles

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...
Exit mobile version