Wednesday, November 12, 2025

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা করেছে! কী বলছেন বিশেষজ্ঞরা?

Date:

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা (Suicide) করেছে। তথ্য তুলে ধরল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি (NCRB)। বিশেষজ্ঞরা দায়ী করছেন করোনা পরিস্থিতিকেই। তাঁদের মতে, করোনা পরিস্থিতির জন্য বাড়ছে মানসিক চাপ। আর তার থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু শিশুই। এনসিআরবি যে তথ্য প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে, ২০২০ সালে আত্মহত্যা করেছে এমন শিশুর সংখ্যা ১১ হাজার ৩৯৬। যা ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ এবং ২০১৮ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৬১৩  এবং ২০১৮ সালে ৯ হাজার ৪১৩। পাশাপাশি আত্মহত্যার কারণ হিসেবে উঠে এসেছে বেকারত্ব, মাদকের মতো বিষয়গুলিও।

আরও পড়ুন-কালীপুজো-ছটপুজোয় থাকছে না রাতের বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে সেভ দ্য চিলড্রেন সংগঠনের ডেপুটি ডিরেক্টর প্রভাত কুমার বলেন, “শিশুদের শিক্ষা, শারীরিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি সম্পর্কে সচেতনতা লক্ষ্য করা যায়। কিন্তু মানসিকভাবে শিশুদের ভালো রাখার বিষয়টিও ভিষণভাবে গুরুত্বপূর্ণ। কোনও শিশুকে ভালো রাখার দায় তার বাবা মার তো অবশ্যই এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীদের।”

ক্রাই-চাইল্ড রাইটসের নীতি গবেষণা এবং অ্যাডভোকেসির পরিচালক প্রীতি মাহারা এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গৃহবন্দি থাকার কারণে শিশুরা প্রচণ্ড মানসিক চাপ এবং মানসিক আঘাতের মধ্য দিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার কারণে এবং সীমিত সামাজিক যোগাযোগের কারণে বন্ধু, শিক্ষকের সঙ্গে যোগাযোগ কমে যায়। এই কারণেও এই আত্মহত্যার ঘটনা বেড়ে থাকতে পারে।’

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version