Monday, November 24, 2025

নিজের সংগ্রহের মহামূল্যবান সম্পদ নিলাম করতে চলেছেন অমিতাভ

Date:

সুদীর্ঘ তার কর্মজীবন । সুখ- দুঃখ, ভালো- মন্দ মেশানো নানা স্মৃতি জড়ানো তার অভিজ্ঞতার ঝুলি । নানা সময়ে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া প্রীতি উপহারের সংখ্যাও কম নয় । তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachhan) । ভারতীয় চলচ্চিত্র জগতের এক জীবন্ত কিংবদন্তি। শোনা যায় এমন সব স্মৃতিবিজড়িত বহুমূল্যবান দ্রব্য এবং নথি আছে বিগ বি-র কাছে যা আজীবন সংগ্রহে রাখার মত। অনেকেই নাকি বিগ-বির কাছে সে সব দেখতে চাওয়ার আবদার করেন। তাই নিজের ভক্ত-অনুরাগীদের কথা মাথায় রেখে নিজের মহামূল্যবান ব্যক্তিগত সম্পত্তি এবার নিলামে চড়াতে চলেছেন অমিতাভ বচ্চন।

নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে ক্রেতারা সরাসরি সব জিনিস পাবেন না। তা তাঁরা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। এই নিলাম হবে ১ নভেম্বর, সোমবার।

এনএফটি কী? এটি এক ধরনের ডিজিটাল ফাইল। যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

Related articles

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...

মেডিক্যাল কলেজে কেন অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের: শিক্ষাঙ্গনে বিজেপির গেরুয়া রঙ!

বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে এমবিবিএসের ৫০টি আসনের মধ্যে মুসলিম সম্প্রদায়ের ৪২ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ...

টেলিসম্মানের পুরস্কার মূল্য ক্যান্সার আক্রান্তদের দান চন্দনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television Industry) অন্যতম বড় সম্মান টেলি অ্যাকাডেমী পুরস্কার (Tele Academy Award) থেকে প্রাপ্ত অর্থ...
Exit mobile version