Thursday, May 8, 2025

বিরাট কোহলি তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটার। কিন্তু সেই বিরাটকে নিউজিল্যান্ড ম্যাচের পর একহাত নিলেন কপিলদেব নিখাঞ্জ। এমন নয় যে বিরাটের দল জঘন্য ক্রিকেট খেলেছে বলে তাঁর সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। কপিল বিরক্ত ম্যাচের পর বিরাটের মন্তব্যে। যেখানে ভারত অধিনায়ক বলেছেন, তাঁরা ম্যাচে সাহসী হতে পারেননি। যা শুনে কপিলের প্রতিক্রয়া, এটা খুবই দুর্বল বিবৃতি। কোনও অধিনায়কের এরকম কথা বলা উচিত নয়।

আরও পড়ুন- বাকি জীবন কাটাতে বার্সেলোনাতেই ফিরতে চান মেসি
রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর বিরাট বলেছেন, তাঁরা যে ক্রিকেট খেলেছেন তাকে অদ্ভুত বললেও কম বলা হয়। ব্যাটিং বা বোলিং, কোথাও তাঁরা সাহস দেখাতে পারেননি। ১১০ রান ডিফেন্ড করতে গেলে মাঠে যতটা সাহসী হতে হয়, ভারতীয় দল তা হতে পারেনি। বিরাটের এহেন মন্তব্য একেবারেই পছন্দ হয়নি বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের। কপিল বলেছেন, বিরাটের এরকম মন্তব্য টিম স্পিরিট বাড়াতে সাহায্য করবে না।
কপিল একটি নিউজ চ্যানেলে বলেছেন, ‘‘বিরাটের মতো বড় প্লেয়ারের জন্য এটা খুব দুর্বল স্টেটমেন্ট। দলের বডি ল্যাঙ্গুয়েজ যদি এমন হয় এবং অধিনায়কের ভাবনা-চিন্তার গতি-প্রকৃতি যদি এরকম হয়, তাহলে দলের মনোবল বাড়ানো বেশ কঠিন হয়ে পড়ে। বিরাটের মুখে এমন কথা শুনে আমি খুব অবাক হয়েছি। ও এরকম প্লেয়ারই নয়।” এখানেই না থেমে কপিল আরও যোগ করেছেন, ‘‘বিরাট হল ফাইটার। আমার মনে হয় সাময়িকভাবে ও নিজেকে হারিয়ে ফেলেছিল। একজন অধিনায়কের কখনও এরকম বলা উচিত নয় যে আমরা সাহসী হতে পারিনি। বিরাট দেশের জন্য খেলছে। আর এজন্য ওর যথেষ্ট আবেগ রয়েছে। কিন্তু কখনও এরকম বললে আঙুল উঠবেই।”

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version