লক্ষ্য চারে চার, নাবিমিয়ার বিরুদ্ধেও সিরিয়াস পাকিস্তান

টানা তিন ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের শেষ চারের টিকিট পাকা করে ফেলেছে পাকিস্তান। মঙ্গলবার দুর্বল নাবিমিয়ার বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছেন বাবর আজমরা। আত্মতুষ্টিতে না ভুগে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া পাকিস্তান। আসলে এবারের বিশ্বকাপের বড় চমক বাবরদের পারফরম্যান্স। একের পর এক ম্যাচ জিতে এই মুহূর্তে ট্রফি জয়ের প্রবল দাবিদার বাবর আজমরা।

আরও পড়ুন- ছটপুজোয় ভিড় ঠেকাতে বিকল্প ব্যবস্থা পুরসভার, করা হবে অস্থায়ী ঘাট

সবচয়ে বড় কথা, দলগত ক্রিকেটের আদর্শ উদাহরণ তুলে ধরছে পাক ক্রিকেট দল। শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ, শাদাব খানরা যেমন বল হাতে দারুণ ফর্মে। তেমন অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, আসিফ আলিরা।
অন্যদিকে, অভিষেক টি-২০ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল নামিবিয়া। তবে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হয় তাদের। যদিও অপ্রতিরোধ্য বাবর বাহিনীকে হারিয়ে ফের চমক দেবে নামিবিয়া, এতটা আশা কেউই করছে না।

 

Previous articleছটপুজোয় ভিড় ঠেকাতে বিকল্প ব্যবস্থা পুরসভার, করা হবে অস্থায়ী ঘাট
Next articleনতুন করে আরও বড় পদক্ষেপের প্রস্তুতি আন্দোলনরত কৃষকদের