Tuesday, May 6, 2025

আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে (Anil Deshmukh)। ১২ ঘণ্টার টানা জেরার পরে তাঁকে গ্রেফতার করে ইডি (Ed)। সূত্রের খবর, জেরায় অনিল দেশমুখের জবাব অসঙ্গত হওয়ায় তাঁকে গ্রেফতার করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট।

মার্চ মাসে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত হয়। এরপরই পরই তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে (Parambir Singh) সরিয়ে দেন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। পরমবীর সিং চিঠি লেখেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhab Thakre)। অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন প্রাক্তন পুলিশ কমিশনার। তাঁর চিঠির বয়ান অনুযায়ী, আম্বানিকাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ভাজে এবং এসিপি সঞ্জয় পাটিলকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দেন। সেই অভিযোগের তদন্তে নামে সিবিআই। আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডিও। সূত্রের খবর, ইডি আধিকারিকরা জানতে পারেন অভিযুক্ত সচিন ভাজের থেকে হাতবদল হয়ে টাকা গিয়েছিল অনিল দেশমুখের কাছে।

তোলাবাজি মামলায় মুম্বই পুলিশের তরফে পরমবীর সিংয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। কিন্তু ৪ মের পর থেকে পরমবীর সিংয়ের কোনও খোঁজ নেই।

বর্ষীয়ান এনসিপি (NCP) নেতা অনিল দেশমুখ অবশ্য দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভুয়ো। তবে, সোমবার রাতে ম্যারাথন জেরায় তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় অনিলকে গ্রেফতার করে ইডি। স্থানীয় আদালতে তুলে অনিলকে নিজেদের হেফাজতে নিতে চাইবে ইডি।

 

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version